মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য হোসেন তৌফিক ইমাম (এইচ টি ইমাম) ৪ মার্চ রাত ১.১৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি অস্থায়ী বাংলাদেশ সরকারের ক্যাবিনেট সচিবের দায়িত্ব পালন করেন। স্বাধীন বাংলাদেশে তিনি প্রথম ক্যাবিনেট সচিব ছিলেন। উনার মৃত্যুতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ্ পাক রাব্বুল আলামিন যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন (আমীন)। বিজ্ঞপ্তি