চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত এক সাংবাদিক ও এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৮ শিক্ষার্থীকে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার দুপুরে তাদের কাছে এ নোটিশ পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র গেছে, সোমবার বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী এমআই তুহিন মারধরের শিকার হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো. রাজিবুল আলম, ইংরেজি বিভাগের ২০১৩-১৪ সেশনের মাহমুদুল হাসান, মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ সেশনের তৈমুর হোসেন, ইতিহাস বিভাগের ২০১৬-১৭ সেশনের মো. সাব্বির হোসেনকে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করে প্রশাসন।