মাহাবুবুর রহমান চঞ্চলঃ নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে অবস্থিত মেসার্স ইউনাইটেড ফ্লাউয়ার মিলসের ম্যানেজার নাসির উদ্দিন, পিতাঃ মো. আলাউদ্দিন,ঠিকানা-১/১০জিএমসি আল আমিন নগর, থানা ও জেলা নারায়ণগঞ্জ, গত ১২ মে ২০২০ আনুমানিক দুপুর ২ঘটিকার সময় অফিস থেকে নগদ টাকা পয়সাসহ কোম্পানীর প্রায় ২৫লাখ টাকা চুরি করে নিয়ে গা ঢাকা দিয়েছে।
ম্যানেজার নাসির উদ্দিনের পলায়ন বহুদিন অতিবাহিত হয়ে গেলে ইউনাটেড ফ্লাউয়ার মিলসের মালিক মো. রায়হান উদ্দিন বাদী হয়ে গত ২৪ মে ২০২০ নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা ( মামলা নং০৫) রজু করে এর একটি কপি নিউজ রাতদিন২৪ ডট কম অফিসে প্রেরন করে। মামলার প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা যায়, বিবাদী গত ১২ মে দুপুরে খাবারের কথা বলে অফিস থেকে বেড়িয়ে গেলে আর ফিরে আসেনি। তাঁর মুঠোফুনে যোগাযোগ করলে কোন প্রকার সাড়া পাওয়া যায়নি । তাঁর বাড়িতে এবং বিভিন্ন স্থানে নাসিরের খোঁজ না পেয়ে গত ১৩ মে ২০২০ইং তারিখে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিখোঁজের পরিপ্রেক্ষিতে বাদী একটি সাধারণ ডাইরি করেন, যার নংঃ২৮২ , তাং১৩-০৫-২০২০।
উক্ত এজাহারের বরাত দিয়ে জানা যায়, ইউনাইটেড ফ্লাউয়ার মিলসের যৌথ মালিক রায়হান উদ্দিন এবং সোহেল মাহমুদ বহু খোজাখুজি করে বিবাদী নাসির উদ্দিনের খোঁজ না পেয়ে বিভিন্ন মাধ্যমে জানতে পারেন , নাসির উদ্দিন উক্ত ফ্লাউয়ার মিলের কাসটমারের থেকে পাওনা আনুমানিক প্রায় ২৫(পচিশ ) লাখ টাকা তুলে গাঁ ঢাকা দিয়েছে। এজাহারে আরো বলা হয়, বিবাদী এই বকেয়া টাকা নিজে তুলে নিয়ে এসে অফিসের রেজিস্ট্রিতে লিপিবন্ধ না করে নজের নিকট রেখে দিতেন। টাকার খোঁজ পাওয়ার পর কৌশলে বিবাদী নাসির উদ্দিন আত্মগোপনে চলে যায় বলে ধারণা করেছেন ইউনাটেড ফ্লাউয়ার মিলসের মালিক পক্ষ।