অনলাইন ডেস্কঃ মুক্তিযোদ্ধাদের সম্মানে সড়কের নামকরন উদ্ধোধনের সময় আগামী উন্নয়নের কথা বলেন মেয়র আইভী। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ রোববার বিকেলে ১৬ নং ওয়ার্ডে শেখ রাসেল নগর পার্কের পাশের সড়ক দেওভোগ বড় মসজিদ থেকে বাবুরাইল মসজিদ পর্যন্ত সড়ক মুক্তিযোদ্ধা সড়ক নামকরনের ফলক উন্মোচন করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী। উদ্ধোধনী অনুষ্ঠানে ২৭টি ওয়ার্ডের চলমান ও আগামী উন্নয়নের বিভিন্ন প্রকল্পের কথা জানালেন মেয়র আইভী। এসময় অনুষ্ঠানে উপস্থিথ ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম প্যানেল মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা। এসময় স্থানীয় মুক্তিযোদ্ধা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।