মাহাবুবুর রহমান চঞ্চলঃ জাতীয় অর্থনীতি পরিষদ (একনেক) সভায় ৩০১ কোটি টাকার ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কদমরসুল অঞ্চলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই অনুমোদন দেয়া হয়। গণভবন থেকে ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রকল্প অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিনন্দন. শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী।
এ প্রকল্পটি বাস্তবায়িত হলে কদমরসূল অঞ্চলে স্যানেটারী ল্যান্ডফিল নির্মাণ, পরিবেশ বান্ধব কঠিন বর্জ্য সংগ্রহ, অপসারন ও প্রক্রিয়াকরণ, সম্পদ পূনরুদ্ধার, দূষণ কমিয়ে পরিবেশের উন্নয়ন এবং নগরীর স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণ সম্ভব হবে বলেও জানান। মঙ্গলবার সিটি কর্পোরেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল আহসান।